বুধবার , ০২ জুলাই ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে চুরি হওয়া মোবাইল খুঁজতে ওয়ারেন্ট ছাড়াই তল্লাশির অনুমতি পাচ্ছে পুলিশ

যুক্তরাজ্যে চুরি হওয়া মোবাইল খুঁজতে ওয়ারেন্ট ছাড়াই তল্লাশির অনুমতি পাচ্ছে পুলিশ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পুলিশ চুরি হওয়া মোবাইল ফোন খোঁজার জন্য ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে তল্লাশি চালানোর নতুন ক্ষমতা পেতে যাচ্ছে। সরকারের "সেফার স্ট্রিটস মিশন"-এর অংশ হিসেবে 'ক্রাইম অ্যান্ড পুলিশিং বিল' নামে নতুন আইন প্রস্তাব করা হয়েছে। গৃহসচিব ইভেট কুপার বলেছেন, ফোন-ব্যাগ ছিনতাই, দোকান চুরি ও অসামাজিক আচরণ রোধে এই আইন জরুরি।  

বিল অনুযায়ী, ইলেকট্রনিক ট্র্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল, ল্যাপটপ বা বাইকের অবস্থান শনাক্ত হলে পুলিশ তা উদ্ধারে দ্রুত বাড়িতে ঢুকতে পারবে। কুপার বিবিসিকে বলেন, "অনেক ভিকটিম তাদের ডিভাইসের লোকেশন ট্র্যাক করেও পুলিশের দ্রুত পদক্ষেপ না পাওয়ায় হতাশ। নতুন ক্ষমতায় পুলিশ তদন্তে গতি পাবে।" তবে, তল্লাশির সিদ্ধান্ত পুলিশ ইন্সপেক্টর পর্যায়ে যাচাই করা হবে বলে তিনি উল্লেখ করেন।  

এছাড়া, দোকান চুরির ক্ষেত্রে ২০০ পাউন্ডের নিচের মামলাগুলোকে 'সামারি অফেন্স' না দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ছোট অপরাধও তদন্তের আওতায় আসবে। 

নতুন বিলে অ্যাসবোসের আদলে 'রিস্পেক্ট অর্ডার' চালু করা হবে, যার মাধ্যমে আদালত অসামাজিক আচরণে জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ বা কাউন্সেলিংয়ে বাধ্য করতে পারবে। এছাড়া, দোকান কর্মীদের ওপর হামলা, স্পাইকিং (ড্রাগ মিশিয়ে অজ্ঞান করা), স্টকারদের বিরুদ্ধে প্রতিরোধমূলক আদেশ এবং অনলাইনে বড় অর্ডারে ছুরি বিক্রি রোধে কঠোর নিয়ম যোগ করা হয়েছে।  

তবে, রেস্টুরেন্ট ও রিটেইল অ্যাসোসিয়েশন চালকদের সুরক্ষা না দেওয়ায় সমালোচনা করেছে। পাশাপাশি, পুলিশ বাজেট ও কারাগারে জায়গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গৃহসচিব দাবি করেছেন, ২০২৯ সালের মধ্যে ১৩,০০০ অতিরিক্ত নেইবারহুড অফিসার নিয়োগ ও ২০০ পাউন্ড মিলিয়ন বিনিয়োগে পরিকল্পনা বাস্তবায়ন হবে।

সর্বশেষ

জনপ্রিয়