ভারতীয় পণ্যে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। চীন, কানাডা এবং মেক্সিকোর পর এবার ভারতের নামও তার এই তালিকায় যুক্ত হয়েছে।
বুধবার এক বক্তব্যে ট্রাম্প জানান, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করছে, তাদের বিরুদ্ধে তিনি ‘পারস্পরিক’ শুল্কনীতি গ্রহণ করবেন। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “যদি ভারত আমাদের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, আমরা কি তাদের ওপর শূন্য শুল্ক আরোপ করব? তা হতে পারে না।”
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পরিক। তারা যদি আমাদের ওপর শুল্ক চাপায়, আমরা তাদের ওপর একই হারে শুল্ক আরোপ করব।”
ট্রাম্পের দাবি, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করে। তিনি আরও বলেন, “তারা আমাদের ওপর ১০০ বা ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, অথচ আমরা তাদের ওপর তেমন কোনো শুল্ক আরোপ করি না।”
ট্রাম্পের এই শুল্ক হুমকি তার আগের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। তিনি বরাবরই বলে আসছেন, মার্কিন শিল্পকে রক্ষা করতে তিনি অন্যান্য দেশের বিরুদ্ধে কঠোর বাণিজ্য নীতি গ্রহণ করবেন।