সব অভিযোগের জবাব দিলেন সাকিব, জানালেন ভবিষ্যতের স্বপ্ন
বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনৈতিক অভিযোগ ও ব্যবসায়িক জটিলতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। দেশের মাটিতে ক্রিকেট ক্যারিয়ার শেষ করার ইচ্ছার পাশাপাশি সাম্প্রতিক বিতর্কগুলোকেও মোকাবিলা করেছেন তিনি।
সাকিব জানান, তার সর্বোচ্চ লক্ষ্য বাংলাদেশের জার্সি গায়ে নিজ মাঠে অবসর নেওয়া। বিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, আমি আরও ১-২ বছর প্রতিনিধিত্ব করতে পারি বলে বিশ্বাস করি।
গত বছর ছাত্র আন্দোলনের সময় সাকিব একটি সাফারি পার্কের ছবি ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ বিষয়ে তিনি বলেন, কানাডায় ওই ছবি তোলা হলেও আমি পোস্ট করিনি। তবে জনপ্রিয় ব্যক্তি হিসেবে আরও সতর্ক হওয়া উচিত ছিল।
গ্লোবাল টি-টোয়েন্টিতে এক ভক্তের সঙ্গে তর্ক নিয়ে তিনি বলেন, "ব্যক্তি ক্রমাগত প্রশ্ন করায় প্রতিক্রিয়া জানাই। বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি জটিল হয়।" মাগুরার মানুষের সেবার উদ্দেশ্যেই রাজনীতিতে যোগদানের কথা জানান সাকিব। বলেন, প্রধানমন্ত্রী ক্রিকেটে ফোকাস রাখার পরামর্শ দিয়েছিলেন, তা-ই মানছি।
ক্র্যাব ফার্মে ৩৫% শেয়ার ও শেয়ার মার্কেটে লোকসানের কথা স্বীকার করে সাকিব বলেন, "অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি হয়েছে। তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব।" নেতিবাচক সংবাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "১৮ বছরের কর্মকাণ্ড দিয়ে বিচার চাই, শেষ ছয় মাস নয়। মিডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমি ব্যর্থ হয়েছি।"





































