বার্নলির কাছে ২-১ গোলে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার সুযোগ হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। এই হারে নিশ্চিত হয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলির প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন, আর শেফিল্ডকে নামতে হবে কঠিন প্লে-অফ লড়াইয়ে। তবে ম্যাচের উত্তাপ শুধুমাত্র মাঠেই সীমাবদ্ধ ছিল না, খেলা শেষে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা।