শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২২, ৯ এপ্রিল ২০২৫

৮ বছর পর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক

৮ বছর পর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক
ছবি: সংগৃহীত

আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল ‘বড় ছেলে’। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটি প্রচারের পর থেকেই ভাইরাল। দর্শকের অব্যাহত আগ্রহের কারণে নাটকটির ভিউ বেড়েই চলেছে। অবশেষে আট বছর আগের সেই নাটকের রেকর্ড ভেঙে দিল আরেক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে।

‘বড় ছেলে’র ভিউ ৫ কোটি ৪১ লাখ। সেখানে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটির ভিউ ২ লাখ বেশি, ৫ কোটি ৪৩ লাখ। গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয়। মাত্র এক বছরেই নাটকটি ভিউয়ে শীর্ষে চলে আসে। নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটকের অভিনেত্রী হিমি জানান, দর্শকের সাড়া পাওয়াকে তিনি দলগত প্রচেষ্টার ফসল বলে মনে করেন। তবে তিনি তুলনামূলক আলোচনাকে নিরুৎসাহিত করে বলেন, ‘বড় ছেলে’র মতো আইকনিক নাটকের রেকর্ড ভাঙা সত্যিই অভাবনীয়। কিন্তু এটিকে ‘হারা-জিতা’র খেলায় ফেলা উচিত নয়। প্রতিটি নাটকই নিজস্ব সময়ে দর্শককে আলাদা আবেদন দেয়।’ নাটকের পরিচালক মহিন খান দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘কমেডির মাধ্যমে সামাজিক বার্তা দেওয়াই লক্ষ্য ছিল। দর্শকের ভালোবাসাই এ সাফল্যের মূল কারণ।’  

‘বড় ছেলে’র গল্পে মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী বড় ছেলে রাশেদ (জিয়াউল ফারুক অপূর্ব) ও ধনী রিয়া (মেহজাবীন চৌধুরী) এর প্রেমের টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছিল। ২০১৬ সালে মুক্তির পর থেকেই এটি দর্শকের হৃদয় জয় করে। অন্যদিকে, ‘শ্বশুরবাড়িতে ঈদ’য়ে নিলয় আলমগীরের চরিত্রটি কৃপণ শ্বশুরের বিপরীতে ঈদের ফিতরা-জাকাতের গুরুত্ব তুলে ধরে।  

সর্বশেষ

জনপ্রিয়