মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৪

টানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে যুক্ত করতে চান ইলন মাস্ক

টানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে যুক্ত করতে চান ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে প্রযুক্তির দুনিয়ায় ইলন মাস্ক একের পর এক নতুন চমক নিয়ে হাজির হন। এবার তিনি পরিকল্পনা করছেন আটলান্টিক মহাসাগরের তলদেশে একটি বিশাল টানেল নির্মাণের। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যুক্তরাজ্যের লন্ডনকে সংযুক্ত করবে এই টানেল। তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দ্য বোরিং কোম্পানি’ এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। 

আটলান্টিক মহাসাগরের তলদেশে তৈরি হতে যাওয়া এই টানেল বাস্তবে রূপ নিলে মাত্র এক ঘণ্টায় যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে পৌঁছানো সম্ভব হবে। বর্তমানে বিমানে নিউইয়র্ক থেকে লন্ডন যেতে প্রায় আট ঘণ্টা সময় লাগে। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলার। 

গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে এমন একটি সংযোগ স্থাপনের পরিকল্পনা আলোচনায় ছিল। এর আগে ইংলিশ চ্যানেলের নিচে টানেল নির্মাণ করে যুক্তরাজ্যকে ফ্রান্সের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। ওই ৩৮ কিলোমিটার টানেল নির্মাণে প্রায় ছয় বছর সময় লেগেছিল। খরচ হয়েছিল ১ হাজার ২০০ কোটি ডলার। তবে ইলন মাস্কের প্রস্তাবিত এই টানেল প্রকল্পটি আরও বড় এবং উচ্চাভিলাষী।

ইলন মাস্ক তাঁর টানেল নির্মাণে হাইপারলুপ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছেন। হাইপারলুপ প্রযুক্তিতে ভ্যাকুয়াম-সিল করা টানেলের ভেতর যানবাহন চলাচল করবে, যার ফলে বাতাসের প্রতিরোধের মুখোমুখি হতে হবে না। এই প্রযুক্তির মাধ্যমে তাত্ত্বিকভাবে ঘণ্টায় ৩ হাজার মাইলেরও বেশি গতিতে চলা সম্ভব। এতে নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছাতে এক ঘণ্টারও কম সময় লাগবে।

সর্বশেষ

জনপ্রিয়