ভারত ও যুক্তরাজ্যের ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি

তিন বছরব্যাপী দীর্ঘ আলোচনার পর ভারত ও যুক্তরাজ্য এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে। পাশাপাশি বাণিজ্য প্রবাহে নতুন গতি আসবে। যুক্তরাজ্য সরকার জানায়, এই চুক্তি বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে ২৫,৫০০ কোটি পাউন্ড (প্রায় ৩৪ বিলিয়ন ডলার) বৃদ্ধি পেতে পারে। এছাড়া, যুক্তরাজ্যের জিডিপি ও মজুরি কাঠামোয় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে।
চুক্তির শর্তানুযায়ী, ভারত তার ৯০% শুল্ক লাইনে শুল্ক হ্রাস করবে। এর মধ্যে ৮৫% পণ্য আগামী এক দশকের মধ্যে সম্পূর্ণ শুল্কমুক্ত হবে। যুক্তরাজ্যের হুইস্কি, জিন, গাড়ি, প্রসাধনী, চিকিৎসা সরঞ্জাম ও ভেড়ার মাংসের মতো পণ্য ভারতে সহজলভ্য হবে। হুইস্কি ও জিনের শুল্ক প্রথমে ৭৫% থেকে কমিয়ে ১০ বছরে ৪০% এ নামানো হবে। অন্যদিকে, ভারতের ৯৯% রপ্তানি পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত হবে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের মতে, এই চুক্তি ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক।
শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে চুক্তিতে যুক্ত হয়েছে ‘ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন’। এর ফলে যুক্তরাজ্যে কর্মরত ভারতীয়রা তিন বছর পর্যন্ত ন্যাশনাল ইন্স্যুরেন্স ছাড় পাবেন। একই সুবিধা পাবেন ভারতে কর্মরত ব্রিটিশ নাগরিকরাও। এছাড়া, বিনিয়োগ চুক্তি ও পরিবেশগত মানদণ্ড নিয়ে আলোচনা চলমান রয়েছে।