অস্কার থেকে ছিটকে পড়ল বাংলাদেশ

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেল না বাংলাদেশ। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল ‘বলী’ সিনেমাটি। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়েছে এটি।
ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বলী’ (দ্য রেসলার) গেল ২৮ সেপ্টেম্বর কানাডায় বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে। গত বছর দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগের পুরস্কার জিতেছে বাংলাদেশের এই সিনেমাটি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে উপজীব্য করে নির্মিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বানের পর কেবল ‘বলী’ই জমা পড়েছিল। এটি দেখার পর অস্কারের জন্য চূড়ান্ত করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত ৭ সদস্যের ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। এর চেয়ারম্যান ছিলেন নির্মাতা ড. মতিন রহমান।
এদিকে, গতকাল মঙ্গলবার ৯৭তম অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে এবার ৮৫টি দেশের সিনেমা থেকে জায়গা পেয়েছে মাত্র ১৫টি। এগুলো থেকে চূড়ান্ত মনোনয়ন পাবে ৫টি সিনেমা।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জায়গা পাওয়া সিনেমাগুলো হলো-
· আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
· ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ (কানাডা)
· ওয়েভস (চেক রিপাবলিক)
· দ্য গার্ল উইথ দ্য নিডল (ডেনমার্ক)
· এমিলিয়া পেরেস (ফ্রান্স)
· দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (জার্মানি)
· টাচ (আইসল্যান্ড)
· নিক্যাপ (আয়ারল্যান্ড)
· ভেরমিলিও (ইতালি)
· ফ্লো (লাটভিয়া)
· আরমান্ড (নরওয়ে)
· ফ্রম গ্রাউন্ড জিরো (ফিলিস্তিন)
· ডাহোমে (সেনেগাল)
· হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডাইজ (থাইল্যান্ড)
· সন্তোষ (যুক্তরাজ্য)
আগামী বছর ৮ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর এবারের আসরের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ২ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কেভিন ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।