শুক্রবার , ১১ জুলাই ২০২৫

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:৪৯, ১৮ জুন ২০২৫

জামিনে মুক্ত গানবাংলার তাপস

জামিনে মুক্ত গানবাংলার তাপস
ছবি: সংগৃহীত

সাত মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। আজ বুধবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) সুরাইয়া আক্তার।

সুরাইয়া আক্তার বলেন, উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র যাচাই করার পর কৌশিক হোসেন তাপসকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গুলশান থানার পৃথক দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান কৌশিক হোসেন। পরে জামিননামা আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা দেওয়া হয়। আদালত থেকে পরে কারাগারে জামিনের কাগজ পাঠানো হয়।

এর আগে গত বছরের ৩ নভেম্বর তাপস গ্রেপ্তার হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হত্যার কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়