যুক্তরাজ্যে বাংলা নববর্ষের উৎসব

বৈশাখের ছোঁয়া লেগেছে প্রবাসেও। রঙ, সংগীত আর উৎসবের আমেজে যুক্তরাজ্য উদযাপিত হলো পহেলা বৈশাখ। প্রবাসে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে বরণ করে নিয়েছে নানা আয়োজনের মাধ্যমে। লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টারসহ বিভিন্ন শহরে আয়োজিত হয়েছে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ।
লন্ডনের "বাংলাটাউন" খ্যাত ব্রিক লেনে সবচেয়ে বর্ণিল হয় উৎসবের আয়োজন। এদিন সকাল থেকেই পরিবারগুলোর ভিড়ে মুখরিত হয় এলাকা। নারীদের রঙিন শাড়ি, পুরুষদের পাঞ্জাবি আর শিশুদের হাতে খড়ির চুড়ির দোলা দেখে মনে হচ্ছিল যেন ঢাকার কোনো মেলা। স্থানীয় সংগঠনগুলোর উদ্যোগে মঞ্চায়িত হয় লোকসংগীত, নৃত্যনাট্য ও কবিতাপাঠ। পান্তা-ইলিশের পাশাপাশি প্রবাসে তৈরি জিলাপি ও ফুচকার স্বাদ নিতে ভুলেননি অনেকেই।
দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের তরুণদের অংশগ্রহণে এবারের আয়োজন ছিল আরও প্রাণবন্ত। বার্মিংহামের এক স্কুলে শিশুদের জন্য আয়োজন করা হয় বাংলা বর্ণমালা চেনার প্রতিযোগিতা ও আলপনার কর্মশালা। লুটনের এক তরুণী সায়রা আক্তার বলেন, "আমরা যুক্তরাজ্যে জন্মালেও বাবা-মা আমাদের দেশের গান, পোশাক আর উৎসবের গুরুত্ব শেখান। বৈশাখ মানেই পরিবারের সঙ্গে সময় কাটানো।"
কর্মব্যস্ততার মধ্যেও প্রবাসীরা নিজেদের মতো করে খুঁজে নেন উৎসবের স্বাদ। আধুনিকতার ছোঁয়ায় কিছু পরিবর্তন এলেও, মৌলিক আবেগে প্রবাসের বৈশাখ উদযাপন এখনও বাংলাদেশেরই প্রতিচ্ছবি। নতুন প্রজন্মের হাত ধরে এখানেই প্রজ্বলিত থাকে সাংস্কৃতিক চেতনার প্রদীপ।