বিপিএলে আসছে ‘নোয়াখালী রয়্যালস’, দল কিনতে আগ্রহী শায়ান্স গ্লোবাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে এবার নতুন একটি দলের সম্ভাবনা জোরালো হচ্ছে। ‘নোয়াখালী রয়্যালস’ নামে নতুন দল কিনতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান শায়ান্স গ্লোবাল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ জামিল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৩০ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে শায়ান্স গ্লোবালের একটি প্রতিনিধি দল হাজির হয়। তারা বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে নোয়াখালী নামেই একটি ফ্র্যাঞ্চাইজি দল নেওয়ার আগ্রহ প্রকাশ করে।
ফ্র্যাঞ্চাইজির বিষয়ে কথা বলতে গিয়ে আহমেদ জামিল বলেন, “আমরা নোয়াখালীর নামেই ফ্র্যাঞ্চাইজি চাই। অন্য কোনো নামে নিলে আমরা আগ্রহী নই। কারণ আমরা নোয়াখালীকে প্রমোট করতে চাই।”
তিনি আরও বলেন, “আজ বোর্ড মিটিং আছে। ওই সভায়ই সিদ্ধান্ত হবে নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি যুক্ত হবে কি না। যদি হয়, তাহলে কোন কোন ডকুমেন্ট লাগবে, সেটাও বিসিবি জানাবে। আমরা আমাদের দিক থেকে প্রস্তুত, সব কাগজপত্র রেডি করে রেখেছি।”
জামিল আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি, বিসিবি আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হবে।”
এদিকে গুঞ্জন রয়েছে, বর্তমানে বিসিবির নতুন বিপিএল চেয়ারম্যান মাহবুব আনামের অধীনে কিছু পরিবর্তন আসছে। শোনা যাচ্ছে, সম্ভাব্য দল পরিবর্তনের অংশ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবর্তে টুর্নামেন্টে জায়গা পেতে পারে নোয়াখালী রয়্যালস। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিপিএলের দল গঠন, মালিকানা ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা চলে আসছে। এবার সেই বিতর্কের মাঝে নোয়াখালীর নামে নতুন ফ্র্যাঞ্চাইজি আগমনের সম্ভাবনা আবারও উত্তাপ ছড়িয়েছে দেশের ক্রিকেট মহলে।