মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৯, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৪

নতুন করে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা এসেছে: প্রধান উপদেষ্টা

নতুন করে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা এসেছে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে আবদুল কাদিরকে জানান, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং তিনি আশা করেন মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে।

ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘ কয়েক শতাব্দীর বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।’

এ সময় রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে নানা বিষয়ে ঢাকাকে কুয়ালালামপুর সহায়তা দেবে জানান ড. কাদির। 

এ ছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ-উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয় এই বৈঠকে। ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলেও মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী কাদিরকে জানান বৈঠকে অধ্যাপক ইউনূস।

সর্বশেষ

জনপ্রিয়