অক্সফোর্ডে ‘স্টার্ট-আপ লিডার অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত মোহাম্মাদ আলী রেজা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিডারস সামিট ২০২৫’ এ ‘স্টার্ট-আপ লিডার অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র সদস্য মোহাম্মাদ আলী রেজা। আন্তর্জাতিক এই সম্মেলনে তার অর্জন বাংলাদেশি প্রবাসী কমিউনিটির জন্য গর্বের এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মোহাম্মাদ আলী রেজা মূলত চট্টগ্রামের কৃতি সন্তান। তরুণ উদ্যোক্তা হিসেবে যুক্তরাজ্যে তিনি বিভিন্ন উদ্ভাবনী স্টার্ট-আপ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। প্রযুক্তি ও সামাজিক উদ্ভাবনের মিশ্রণে গড়া তার প্রকল্পগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে।
বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে রেজা তার উদ্ভাবনী নেতৃত্ব, টেকসই উন্নয়ন ভাবনা এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অবদানের জন্য এই সম্মাননা অর্জন করেন।
বাংলাদেশ প্রেসক্লাব ইউকে রেজার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছে। এক বার্তায় তারা বলেন, রেজা ভাইয়ের এই সাফল্যে আমরা গর্বিত। তার এই ধারা অব্যাহত থাকবে এবং তিনি আগামীতেও দেশের নাম বিশ্বমঞ্চে আরও উঁচুতে তুলে ধরবেন—এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশি তরুণদের জন্য এই অর্জন যেমন অনুপ্রেরণার, তেমনি প্রবাসী উদ্যোক্তাদের জন্য একটি সাহসের বার্তাও বটে।