বুধবার , ০২ জুলাই ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে কেন আইক্লাউডের এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধ করল অ্যাপল?

যুক্তরাজ্যে কেন আইক্লাউডের এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধ করল অ্যাপল?
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সরকারের চাপে আইক্লাউডের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য গ্রাহকদের এনক্রিপ্টেড ডেটা প্রবেশের সুযোগ তৈরির নির্দেশনা দেওয়ায় শুক্রবার থেকে যুক্তরাজ্যের নতুন ব্যবহারকারীদের জন্য আইক্লাউডের ‘অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন’ সুবিধা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রিটিশ ব্যবহারকারীরা তাদের ক্লাউড স্টোরেজে সর্বোচ্চ স্তরের গোপনীয়তা সুবিধা থেকে বঞ্চিত হবেন।  

২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়া সুবিধাটির মাধ্যমে আইক্লাউডে সংরক্ষিত ফোটো, নোট, ফাইলসহ সংবেদনশীল ডেটা শুধু ব্যবহারকারীর ডিভাইসেই ডিক্রিপ্ট করা যেত। কিন্তু যুক্তরাজ্যের ইনভেস্টিগেটরি পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী, সরকার অ্যাপলকে একটি ‘ব্যাকডোর’ তৈরির নির্দেশ দেয়, যা এনক্রিপ্টেড ডেটায় নিরাপত্তা সংস্থাগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করবে। গোপনীয়তা রক্ষায় অ্যাপলের অনড় অবস্থান থাকলেও আইনি বাধ্যবাধকতার কারণে তারা এই সিদ্ধান্ত নেয়।  

অ্যাপলের এক প্রেস বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাজ্যে ‘অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন’ সেবা স্থগিত করায় আমরা হতাশ। বিশ্বব্যাপী ব্যবহারকারীর ডেটা সুরক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। আশা করি, ভবিষ্যতে এখানে পুনরায় এই সেবা চালু করতে পারব।’

তবে যুক্তরাজ্যের বিদ্যমান ‘অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন’ ব্যবহারকারীদের জন্য এখনই এই সুবিধা বন্ধ করা হচ্ছে না। তবে অ্যাকাউন্ট চালু রাখতে হলে ভবিষ্যতে তাদের এই সুবিধা বন্ধ করতে হতে পারে। অ্যাপলের ‘গভর্নমেন্ট রিকোয়েস্ট’ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী ৪৮টি দেশে ৪ হাজার তিনশ’র অধিক ব্যবহারকারী ডেটা অনুরোধের মধ্যে যুক্তরাজ্যের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। গোপনীয়তা অধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন হুমকি’ বলে নিন্দা জানিয়েছে।  

সর্বশেষ

জনপ্রিয়