ইউক্রেন শান্তি চুক্তির জন্য মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টি’ প্রয়োজন: স্টারমার

প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন, ইউক্রেনে শান্তি চুক্তি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি অপরিহার্য। রাশিয়াকে ভবিষ্যত আক্রমণ থেকে বিরত রাখতে এই ‘ব্যাকস্টপ’ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আগামী সপ্তাহে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় শান্তি পরিকল্পনার মূল বিষয়গুলো তুলে ধরবেন বলেও জানান স্টারমার।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এ প্রসঙ্গে বলেন, ‘ইউক্রেনে সেনা প্রেরণের বর্তমান আলোচনা অপরিপক্ব।’ তবে স্টারমার জোর দিয়ে বলেন, রাশিয়ার ‘প্রজন্মান্তর হুমকি’ মোকাবিলায় ইউরোপকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তাঁর মতে, শান্তি চুক্তির পর ইউক্রেন-রাশিয়া সীমান্তে বহুজাতিক বাহিনী মোতায়েনের কথা ভাবা হচ্ছে, যাতে ব্রিটিশ সেনাও থাকতে পারে।
প্যারিসের এলিসি প্রাসাদে এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের একতরফা শান্তি আলোচনা। সৌদি আরবে শুরু হওয়া এই আলোচনায় ইউক্রেনের অনুপস্থিতি নিয়ে কিয়েভের ক্ষোভের কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ এক্স (টুইটার) এ লেখেন, ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ‘সব পক্ষের সমন্বয়ে সমাধান খুঁজতে কাজ করব।’
স্টারমার ইউরোপীয় নেতাদের কাছে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান। ব্রিটেন বর্তমানে জিডিপির ২.৩% প্রতিরক্ষায় খরচ করে, যা ২.৫% এ উন্নীত করার অঙ্গীকার করা হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও ইইউ প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েনও একই দাবি তুলেছেন।