এমবাপ্পে-ভিনির গোলে বার্সার পাশে রিয়াল

কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচজুড়ে ভায়োকানো ভালোই ছড়ি ঘুরিয়েছে। তবে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটিতে প্রথমার্ধেই তাদের গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। সফরকারীদের একমাত্র গোলটি পেদ্রো দিয়াসের।
লিগে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিরেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে শীর্ষে। আর এই হারের পর ২৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ভায়োকানো।
এদিন চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে দিয়েছে ভায়োকানো। প্রথমার্ধে রিয়াল পজেশন রাখায় এগিয়ে থাকলেও বিরতির পর পাল্টে যায় চিত্র। আর গোলে শট নেওয়ার হিসেবে তো দুই ভাগেই আধিপত্য করে ভায়োকানো।
তবে চার মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩০তম মিনিটে দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।
এরপর প্রায় একক নৈপুণ্যে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস। মদ্রিচের পাস ধরে বক্সে ঢুকে প্রথমে শট নেওয়ার জায়গা করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। বল পায়ে মাথা ঠান্ডা রেখে বক্সের বাইরে বেরিয়ে যান, দুজনের মধ্যে দিয়ে আবার ডি-বক্সে ঢুকে আরেকজনকে ফাঁকি দিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
দুই গোলে এগিয়ে থেকে রিয়ালের বিরতিতে যাওয়ার আশায় চোট লাগে শেষ মুহূর্তে। যোগ করা সময়ে দিয়াসের বুলেট গতির শট ক্রসবারে লেগে গোললাইনের ভেতরে পরে বেরিয়ে আসে। ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
এর আগে দিনের শুরুতে আতলেতিকো মাদ্রিদের সামনে সুযোগ ছিল শীর্ষে ওঠার। কিন্তু গেতাফের মাঠে হেরে গেছে দিয়েগো সিমেওনের দল। তিনে নেমে যাওয়া দলটির ২৭ ম্যাচে পয়েন্ট ৫৬।