বুধবার , ০২ জুলাই ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৯, ১৩ এপ্রিল ২০২৫

সংসদ না থাকায় অধ্যাদেশ আকারে জারি হবে বাজেট: অর্থ মন্ত্রণালয়

সংসদ না থাকায় অধ্যাদেশ আকারে জারি হবে বাজেট: অর্থ মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

আগামী ২ জুন জারি হবে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অধ্যাদেশ। বাজেট প্রণয়ন পথ রেখায় এ সময় নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ না থাকায় সামনের অর্থবছরের বাজেট অধ্যাদেশ আকারে জারি করা হবে। ওইদিনই অনুষ্ঠিত হবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন। অধ্যাদেশ জারির দিনই ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু ধারা কার্যকর হবে। আর বাকি বাজেট কার্যকর হবে পহেলা জুলাই থেকে।

সংসদ না থাকায় এবার বাজেট অধ্যাদেশের ওপর কোনো শুনানি হবে না।

কর্মকর্তারা জানান, বাজেট অধ্যাদেশের খসড়া প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে ২১ মে। পরদিন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

সংসদ না থাকায় এবার টেলিভিশনে বাজেট বক্তৃতা পাঠ করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সর্বশেষ

জনপ্রিয়