শুক্রবার , ০৯ মে ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

রোগীদের কাছ থেকে ১ লাখ পাউন্ড চুরি করেও দাবি, ‘আমি ভালো নার্স’

রোগীদের কাছ থেকে ১ লাখ পাউন্ড চুরি করেও দাবি, ‘আমি ভালো নার্স’
ছবি: সংগৃহীত

তিন বৃদ্ধ ও অসহায় রোগীর কাছ থেকে ১ লাখ পাউন্ডেরও বেশি চুরি করে নার্সিং রেজিস্ট্রার থেকে বাদ পড়েছেন কেমব্রিজের অ্যাডেনব্রুক হাসপাতালের এক নার্স। কেলভিন রামাস্তা নামে এই নার্সকে গত বছরের এপ্রিলে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনায় নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (এনএমসি) তাকে 'স্ট্রাক অফ' করার সিদ্ধান্ত নেয়। তবে তিনি নিজেকে 'ভালো নার্স' দাবি করে দ্বিতীয় সুযোগ চেয়েছিলেন।  

২০২১ ও ২০২২ সালে তিন ভিন্ন রোগীর কাছ থেকে মোট ১ লাখ ৩ হাজার ২০৩.২৯ পাউন্ড চুরির জন্য পিটারবরো ক্রাউন কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়। রিপোর্ট অনুযায়ী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ১ লাখ ১ হাজার পাউন্ড রামাস্তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এপ্রিল ২০২২-এ ব্যক্তি সি-এর স্বামী ব্যাংক থেকে সতর্কতা পেলে পরিবার হাসপাতালে গিয়ে দেখেন, ব্যক্তি সি-এর কার্ড ও অর্থ হারিয়েছে। পরে জানা যায়, ১ হাজার পাউন্ডের একটি চেক রামাস্তার নামে ইস্যু করা হয়েছিল।  

২০২২ সালের এপ্রিলে তাকে সাসপেন্ড ও ২০২৩ সালের জানুয়ারিতে বরখাস্ত করা হয়। আদালতে বিচারক বলেন, রামাস্তা রোগীদের কাছ থেকে "যত পারা যায়" চুরি করে জুয়া, ভ্রমণ ও বিলাসবহুল জিনিসে ব্যয় করেছেন। জুন ২০২৪-এ রামাস্তা দাবি করেন, কম সাজা পেতে তিনি অপরাধ স্বীকার করেছেন, তবে অক্টোবরে এক বিবৃতিতে বলেন, "টাকার লোভে অন্ধ হয়ে ভুল করেছি। আমি ভালো নার্স, কোভিডকালে অনেক রোগীর সাহায্য করেছি।"

সর্বশেষ

জনপ্রিয়