শুক্রবার , ০৯ মে ২০২৫

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ৫ মে ২০২৫

নিউজিল্যান্ডকে ১৪৭ রানে গুটিয়ে বাংলাদেশ ‘এ’ দলের দাপুটে জয়

নিউজিল্যান্ডকে ১৪৭ রানে গুটিয়ে বাংলাদেশ ‘এ’ দলের দাপুটে জয়
ছবি: সংগৃহীত

১৩ রানে ৪ উইকেট তুলে নেওয়ার পর ৮৫ রানের মধ্যেই নিউজিল্যান্ড ‘এ’ দলের ৯ উইকেট শিকার করে বাংলাদেশ ‘এ’ দল। তবে ডিন ফক্সক্রফটের বীরোচিত লড়াইয়ে এক শ রান পাড় করে স্কোরবোর্ডে ১৪৭ রান তোলে কিউইরা। এই রান তুলতে কোনো বেগই পেতে হলো না নুরুল হাসান সোহানের দলের। ৭ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। তবে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের বোলিং তোপে পড়ে ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অতিথিরা। যদিও প্রথমদিকে একাই লড়াই করে ৪২ রান করেন রাইস মারিউ। 

তিনি আউট হলে কিউইদের রানের চাকা একাই সচল রাখেন ফক্সক্রফট। এক শ’র নিচে অলআউট হওয়ার শঙ্কায় থাকা দলটিকে নিয়ে যান ১৪৭ রান পর্যন্ত। দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৬৪ বলে ৭২ রান করে আউট হন তিনি। শেষ উইকেটে গড়েন ৬২ রানের জুটি। 

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তিন পেসার শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। ৭ ওভারে সমান ২৭ রান খরচায় শরিফুল দুইটি ও খালেদ ৩টি উইকেট নেন। ৭ ওভার ৩ বলে ৩৫ রান খরচায় ইবাদতের শিকার ২ উইকেট। বল হাতে ক্যারিশমা দেখিয়েছেন স্পিনার তানভির ইসলামও। ১০ ওভারে ২ মেডেনসহ ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। 

জবাব দিতে নেমে ঝোড়ো শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাঈম। যদিও ৫৩ রানের মধ্যে ফিরে যান এই দুই ওপেনার। ইমন ১২ বলে ২৪ ও নাঈম ১৮ রান করে আউট হন। তৃতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। 

দলীয় ১০৮ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন বিজয় (৩৮)। পরে অধিনায়ক সোহানকে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন অঙ্কন। ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। আরেক পাশে সোহান অপরাজিত থাকেন ২০ রানে। 
 

সর্বশেষ

জনপ্রিয়