ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমার গুজব

পরকীয়া সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন এক মা নিজের ছেলের বিদেশযাত্রা ঠেকাতে বিমানে বোমা থাকার মিথ্যা তথ্য দিয়ে ফ্লাইট স্থগিত করালেন। অবিশ্বাস্য হলেও সত্য—ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে বলে ফোন করে মিথ্যা তথ্য দেন ওই মা, যাতে ছেলে প্রেমিকাকে নিয়ে দেশ ছাড়তে না পারে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে দেওয়া এই ফোনকলের ফলে বিমানবন্দরে সৃষ্টি হয় হুলস্থুল পরিস্থিতি। নিরাপত্তা সংস্থাগুলোর কয়েক ঘণ্টার তল্লাশির পর জানা যায়, এটি ছিল সম্পূর্ণ গুজব। ঘটনার সঙ্গে জড়িত থাকায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্তে জানা গেছে, ইমন নামের এক ব্যক্তি পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ইমনের মা ও স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবে সফল না হওয়ায় ইমনের বন্ধু ইমরানের পরামর্শে মা বোমার হুমকির ফোন দেন।”
১১ জুলাই বিকেলে কাঠমান্ডুগামী ফ্লাইট বিজি-৩৭৩ ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এ আসে একটি অচেনা নম্বর থেকে ফোন। বলা হয়, বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গেই বিমানের যাত্রা স্থগিত করে নিরাপত্তা ঘেরাও গড়ে তোলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিমানটি তখন ১৪২ জন যাত্রী এবং ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল, এপিবিএনের ডগ স্কোয়াড ও র্যাবের ইউনিট দীর্ঘ তল্লাশি চালিয়ে নিশ্চিত হয়—এটি ছিল ভুয়া হুমকি। রাত ৭টা ৫৮ মিনিটে তল্লাশি শেষে বিমানে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
র্যাব ডিজি শহিদুর রহমান বলেন, “এ ধরনের গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি ও জাতীয় এয়ারলাইন্সের সুনাম ক্ষুণ্ণ করা অত্যন্ত নিন্দনীয়। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের অপরাধ করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনায় জড়িত ইমনের মা, ইমরান ও ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।