শুক্রবার , ০৯ মে ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ২৩ এপ্রিল ২০২৫

কাশ্মীরে হামলা পর কি যুদ্ধের পথে ভারত-পাকিস্তান?

কাশ্মীরে হামলা পর কি যুদ্ধের পথে ভারত-পাকিস্তান?
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে মঙ্গলবার এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মীরে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। এদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান-ঘেঁষা ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’।

রেজিস্ট্যান্স ফ্রন্টের দাবি, ভারতের ‘দখলদারিত্ব’ ও বহিরাগতদের বসতি স্থাপনের বিরুদ্ধে এই আক্রমণ। কিন্তু এই হামলা কি দুই পারমাণবিক শক্তিধর দেশ—ভারত ও পাকিস্তানের মধ্যেকার জটিল সম্পর্ককে টানটান করে তুলল? উত্তপ্ত বাক্যবিনিময়, সীমান্তে সেনা সমাবেশ, অতীতের যুদ্ধের স্মৃতি—সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে শঙ্কা: কাশ্মীর আবার কি যুদ্ধের ময়দানে পরিণত হবে?

ভারতের নিরাপত্তা বাহিনী সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাত থাকার অভিযোগ তুলেছে। সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, ‘২০১৯-এর মতো এবারও দ্রুত ও কঠোর জবাব দিতে হবে।’

অন্যদিকে, সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছিলেন, ‘কাশ্মীর পাকিস্তানের শিরা-উপশিরার সঙ্গে যুক্ত।’ তিনি বলেন, আমরা কাশ্মীরের কথা ভুলবো না এবং আমাদের কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেবো না।

গত পাঁচ বছরে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল, জমি আইন পরিবর্তন পাকিস্তান চিরদিনই ‘ভারতের আগ্রাসন’ বলে প্রচার করে আসছে। 

ঘটনার সময়সূচিও সন্দেহ জাগাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফর ও মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত আগমনের মধ্যেই এই হামলা আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। তীব্র হচ্ছে ভারতীয় জনমত—‘পাকিস্তানের জবাব চাই।’ কিন্তু প্রতিটি গুলি কি যুদ্ধের দামামা বাজাবে? নাকি কূটনৈতিক চাপেই থামবে এই সংকট? উত্তর এখনো অনিশ্চিত, কিন্তু কাশ্মীরের আকাশে ফের ঘনিয়ে উঠছে যুদ্ধের মেঘ।

সর্বশেষ

জনপ্রিয়