হত্যা মামলার আসামি ইরেশ যাকের, শোবিজ অঙ্গনে ক্ষোভ
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ গুলি নিহত হওয়ার ঘটনায় অভিনেতা ও এশিয়াটিক থ্রিসিক্সটির এমডি ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পীর দায়ের করা এ মামলার খবর ছড়াতেই শোবিজ অঙ্গনে ক্ষোভের ঢেউ উঠেছে। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন। এরপরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলায় হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।
পরিচালক আশফাক নিপুন ফেসবুকে লিখেছেন, "জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইরেশ যাকের ফার্মগেটে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর প্রতিষ্ঠানের দুর্নীতি তদন্ত হোক, কিন্তু তাঁকে হত্যা মামলার আসামি করা ষড়যন্ত্রের অংশ। এতে আসল অপরাধীরা পার পেয়ে যাবে।" জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনও প্রশ্ন তোলেন, "যিনি আন্দোলনে সক্রিয়, তাঁকেই কি হত্যার দায়ে ফাঁসানো হচ্ছে?"
ইউটিউবার আরজে কিবরিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ইরেশ যাকেরের নাম হত্যা মামলায় দেখে অবাক! এ তালিকা যারা বানায়, তারা কি সত্যিই ন্যায়বিচার চায়?" অভিনেত্রী বাঁধন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আজ ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তাদের কী পরিণতি হয়েছে। তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো, নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক।’





































