শুক্রবার , ০৯ মে ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১১, ১৭ এপ্রিল ২০২৫

মুক্তির ১৬ দিনে ‘জংলি’র ব্যবসা কত?

মুক্তির ১৬ দিনে ‘জংলি’র ব্যবসা কত?
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘জংলি’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিয়াম আহমেদের মূল চরিত্রে অভিনীত এই চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই টিকিট বিক্রিতে জোয়ার সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন হলে দর্শকদের ভিড়ে প্রতিদিনই হাউজফুল শো হচ্ছে। এমন উত্তাপের মধ্যেই নির্মাতা এম রাহিম মুক্তির ১৬ দিনে সিনেমাটির আয় প্রকাশ করেছেন।  

বুধবার (১৬ এপ্রিল) রাতে ফেসবুকে এক পোস্টে এম রাহিম জানান, ‘জংলি’র মোট গ্রস কালেকশন (টিকিট বিক্রির অর্থ) প্রায় ২ কোটি ৬ লাখ টাকা। তিনি লিখেছেন, ‘পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, জংলি দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।’ 

এরপর সিনেমাটির ব্যবসার পরিমাণ জানিয়ে তিনি বলেন, ‘জংলির ১৬ দিনের টোটাল গ্রস কালেকশন দুই কোটি ছয় লাখ টাকা প্রায়। এই ভালোবাসা চলুক, চলতেই থাকুক।’

‘জংলি’র কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। শিশু চরিত্রে নৈঋতা হাসিন রৌদ্রময়ীর অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে। প্রিন্স মাহমুদের সুরারোপিত গানগুলো দর্শকদের মধ্যে নতুন করে আবেগ জাগিয়েছে।  

বর্তমান সময়ে বাংলা সিনেমা হালে দর্শকশূন্যতা ও ওটিটি প্ল্যাটফর্মের চ্যালেঞ্জের মুখে থাকলেও ‘জংলি’র সাফল্য আশার আলো দেখাচ্ছে। হল মালিকদের মতে, ঈদের পরও দর্শকের চাহিদা বিবেচনায় শো সংখ্যা বাড়ানো হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়