সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ৫ মার্চ ২০২৫

পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব বাণিজ্য

পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব বাণিজ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধির জবাব এখন পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% এবং চীনের ওপর ১০% অতিরিক্ত শুল্ক কার্যকর করায় উত্তাপ ছড়িয়েছে বৈশ্বিক বাণিজ্যে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন—এ সংঘাত বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, সরবরাহ শৃঙ্খল বিঘ্ন ও নতুন বাণিজ্য ব্লক গঠনের দিকে ঠেলে দিতে পারে।  

যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্যের ৩০% হয় কানাডা ও মেক্সিকোর সঙ্গে। যার মূল্যমান প্রায় ১.৬ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, চীনের কৃষি পণ্যের বাজারে যুক্তরাষ্ট্রের রফতানি নির্ভরতা প্রায় ৪০%। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক বৃদ্ধির মাধ্যমে ট্রাম্প প্রশাসন ঘরোয়া উৎপাদন বাড়াতে চাইলেও বাস্তবে আমেরিকার ভোক্তাদেরই বাড়তি মূল্য দিতে হতে পারে। গত মাসেই যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি রেকর্ড ৬.৮% ছুঁয়েছে, যা আগামীতে আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।  

সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ক্যামেরন জনসনের মতে, শুল্কযুদ্ধের প্রভাবে ইউরোপ-জাপান-অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্ররা এখন চীনের দিকে ঝুঁকছে। চীনও নিজের বাজার খুলে দিচ্ছে তাদের জন্য। ফলে বৈশ্বিক বাণিজ্য কাঠামোয় নতুন মেরুকরণ তৈরি হচ্ছে।" এ প্রসঙ্গে তিনি যোগ করেন, "যুক্তরাষ্ট্র শুল্ককে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও এর ফলাফল নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বিশেষ করে চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতায় মার্কিন কোম্পানিগুলো পিছিয়ে পড়তে পারে।"  

অর্থনীতিবিদ রিয়া খানের পর্যবেক্ষণে, "মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে রাশিয়া-ভারত-ব্রাজিলের মতো উদীয়মান বাজারগুলো যদি চীনের নেতৃত্বে বিকল্প বাণিজ্য জোট গঠন করে, তা ডলারনির্ভরতা কমিয়ে বিশ্ব অর্থনীতির সমীকরণই বদলে দেবে।

সর্বশেষ

জনপ্রিয়