ইংল্যান্ডের গ্রামে বিশাল সিঙ্কহোল, ৩০টি বাড়ি খালি করার নির্দেশ

যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের সারি কাউন্টির গডস্টোন গ্রামে বিশাল আকারের একটি সিঙ্কহোল দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে প্রায় ৩০টি বাড়ির বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। রয়টার্স জানায়, সোমবার এই সিঙ্কহোলটি প্রথম দেখা গেলেও মঙ্গলবার নাগাদ এটি ২০ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। একটি বাড়ির বাগান সম্পূর্ণ ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।
সারি কাউন্টি কাউন্সিল এই ঘটনাকে বড় ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মাত্র তিন বছর আগে একটি পরিত্যক্ত বালিখনির উপর নির্মিত হয়েছিল। স্থানীয় বাসিন্দা নুশ মিরি বলেন, “দরজায় ধাক্কার শব্দ শুনে খুলতেই দেখি সিঙ্কহোলটি একদম সামনে। মনে হচ্ছিল যেন জলপ্রপাতের কিনারে দাঁড়িয়ে আছি।”
অন্য বাসিন্দা রেজ মিরার বাগান সিঙ্কহোলে তলিয়ে যায়। তিনি বলেন, “দেয়ালও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমরা আতঙ্কিত।” এদিকে, কাউন্সিল ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় রেজিলিয়েন্স ফোরামের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
মঙ্গলবার গডস্টোন হাই স্ট্রিটে পানির পাইপ ফেটে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়। তবে এসইএস ওয়াটার বুধবার জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ও বিদ্যুত সরবরাহ পুনরায় চালু হয়েছে। এখনও অনিশ্চয়তায় রয়েছেন স্থানীয়রা, বাড়িতে ফেরার অনুমতি মেলায় আটকে আছে তাদের প্রতীক্ষা।