মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

চুপিচুপি বিয়ে সারলেন নার্গিস ফাখরি, পাত্র কে?

চুপিচুপি বিয়ে সারলেন নার্গিস ফাখরি, পাত্র কে?
ছবি: সংগৃহীত

চুপিচুপি বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। জানা গেছে, ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তার সেই বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে করেন তিনি। এখন প্রশ্ন হলো- পাত্র কে?

জানা গেছে, দীর্ঘদিনের সঙ্গী ও যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা টনি বেগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ‘হাউজফুল’ অভিনেত্রী। যদিও নবদম্পতির ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তবে তাদের ঘনিষ্ঠ এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পাঁচতলা কেকের ছবি দেন। সেখানেই লেখা, ‘শুভ বিবাহ এনটি ও টিবি।’ নার্গিস ও তার স্বামীর নামের আদ্যক্ষর বলেই ধারণা নেটিজেনদের।

হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যেই সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছেন নার্গিস ও তার স্বামী। ধারণা করা হচ্ছে, নার্গিস ফাখরি গত সপ্তাহান্তে টনি বেগকে বিয়ে করেছেন।

টাইমস অফ ইন্ডিয়া অনুসারে, ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে এই অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান হয়। নার্গিস ও টনি দুজনেই নিশ্চিত করেছেন, তবে কেউ বিয়ের ছবি তোলেননি। শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠান ছিল সেটি।

নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইস ভ্রমণের বেশ কয়েকটি মনোরম ছবি দেখছেন। একই সঙ্গে তিনি টনির পোস্ট করা স্টোরিগুলোও পুনরায় শেয়ার করেছেন, যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসঙ্গে রয়েছেন এবং সুইজারল্যান্ডে একান্তযাপন করছেন।

নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায়, যখন তিনি তার স্বামী টনির সঙ্গে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন।

নার্গিস ও টনি প্রায় তিন বছর ধরে রোমান্টিক সম্পর্কে রয়েছেন। ধারণা করা হয়, কাশ্মীরে জন্মগ্রহণকারী টনি বেগের সঙ্গে তার ডেটিং শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। সম্প্রতি দুবাই বেড়াতে গিয়েছিলেন তারা। টনি সেই সময় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিও শেয়ার করেছেন, যেখানে নার্গিসকেও দেখা গেছে।

এই দম্পতি দুবাইয়ে নতুন বছর ২০২৪ কে স্বাগত জানিয়েছিলেন, যেখানে নার্গিসের প্রাক্তন প্রেমিক উদয় চোপড়াও সেই উদযাপনের অংশ ছিলেন।পার্টিটি হোস্ট করেছিলেন টনি।

তবে নার্গিস এখনো তার বিয়ে ঘিরে জল্পনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। আগামীতে ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ১’, ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

উল্লেখ্য, এক সময় ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নার্গিস ফাখরি।কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। বলিউড ত্যাগ করে এই অভিনেত্রী পাড়ি দেন মার্কিন মুলুকে। এক সময় রণবীর কাপূরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। 

তার পর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। সেই সময় যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। পরে প্রেম ভাঙার পর সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। একাধিক বার মন ভেঙেছে তার। এবার বিয়ে করে সংসারী হলেন এই অভিনেত্রী। 

সর্বশেষ

জনপ্রিয়