সেই রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন?

প্রেম করছেন মেহজাবীন চৌধুরী- এমন গুঞ্জন শোবিজে বহুদিনের। অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও জানেন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে সম্পর্কে আছেন মেহজাবীন। তবে বিষয়টি নিয়ে বরাবরই নিশ্চুপ তারা। তাদের ভাষ্য এমন- ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কারও সঙ্গে আলাপ করতে ইচ্ছুক না তারা।
প্রেম-বিয়ে নিয়ে মুখ না খুললেন এবার জানা গেল, রাজীব-মেহজাবীনের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের একটি রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ। পরদিন একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতাও। আর বর্তমানে তাদের পাশাপাশি দুই পরিবারের লোকজনও ব্যস্ত আছেন দাওয়াত কার্যক্রমে।
এর আগে, ২০১৮ সালে মেহজাবীন তার ফেসবুকে নির্মাতা রাজিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ তখন থেকেই তাদের প্রেমের বিষয় প্রকাশ্যে আসে।
২০১৯ সালে রাজধানীর একটি বিপণিবিতানে রাজীব ও মেহজাবীনের হাত ধরে ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়। এরপর প্রায়ই দু’জনকে দেখা গেছে একসঙ্গে, কখনও মেহজাবীন আবার কখনও রাজীবের পোস্ট করা ছবিতে।