মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৬, ২২ জানুয়ারি ২০২৫

লন্ডনের সিনেমা হলে কঙ্গনার সিনেমা বন্ধ

লন্ডনের সিনেমা হলে কঙ্গনার সিনেমা বন্ধ
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সিনেমা ‘ইমার্জেন্সি’ নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল। বহু জটিলতা পেরিয়ে ১৭ জানুয়ারি সিনেমাটি সীমিত পরিসরে মুক্তি পায়। তবে সিনেমাটি ভারতের বেশ কিছু শহর এবং বিভিন্ন দেশে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এবার যুক্তরাজ্যের লন্ডনে খালিস্তানপন্থীদের প্রতিবাদের মুখে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে গেল।  
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, লন্ডনের স্থানীয় সময় রবিবার রাতে হ্যারো ভ্যু সিনেমা হলে চলছিল ‘ইমার্জেন্সি’। সিনেমাটি শুরু হওয়ার প্রায় ৪০ মিনিট পর কিছু মুখোশধারী লোক হলে ঢুকে ভারতবিরোধী স্লোগান দিতে শুরু করে। তারা ‘ডাউন উইথ ইন্ডিয়া’ স্লোগান দেওয়ার পাশাপাশি লিফলেট বিলি করে। লিফলেটগুলোতে শিখ সম্প্রদায়ের গণহত্যার কথা উল্লেখ ছিল।  
সিনেমা দেখতে আসা সালোনি বেলাইত নামে এক ব্রিটিশ-ভারতীয় জানান, এই ঘটনা ঘটার পর দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ১০ মিনিটের মধ্যেই পুলিশ হলে পৌঁছায়। তবে তারা কাউকে গ্রেফতার করেনি। 
পুলিশ জানায়, প্রতিবাদের অধিকার সকলের রয়েছে। যেহেতু হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তাই আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।  
প্রদর্শনীর মাঝখানে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সিনেমা হল কর্তৃপক্ষ হতবাক হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তারা শো বন্ধ করে দেয়।  
‘ইমার্জেন্সি’ সিনেমা ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ডের বাধার কারণে তা পিছিয়ে যায়। সিনেমাটিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সিনেমার কিছু দৃশ্য কয়েকটি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে, যার ফলে তা সমালোচনার মুখে পড়ে।  
কঙ্গনা নিজেই এই সিনেমার পরিচালক ও প্রযোজক। মুক্তির পর থেকেই সিনেমাটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়