টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বিএনপির সহসভাপতি আবদুল বারেক ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ রবি। সম্প্রতি বালু উত্তোলন নিয়ে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এই বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তাদের মধ্যে টেটা দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, সংঘর্ষের সময় দু’পক্ষই টেটা যুদ্ধে লিপ্ত হয়। আহতদের মধ্যে কয়েকজন টেটা বিদ্ধ হয়েছে।
মেঘনা থানার ওসি আব্দুল জলিল জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।