মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৬, ১১ মার্চ ২০২৫

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাহিরপুর উপজেলা থেকে মধ্যনগরের কলমাকান্দা নামক স্থানে যাওয়া পাথরের গাড়ি থেকে তোলা চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে মহেশখলা বাজারে মধ্যনগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্য তর্ক শুরু হয়। একপর্যায়ে দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী নামে একজন নিহত হন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, পাথরের গাড়ি থেকে তোলা চাঁদার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।

সর্বশেষ

জনপ্রিয়